ইরফান সাজ্জাদ বললেন, আপুটা জোস!

একই অঙ্গে বহু রূপ, এই কথাটি অভিনেতাদের ক্ষেত্রে খুব যায়। চরিত্রের প্রয়োজনে অভিনেতাকে কত কিছুই না করতে হয়। প্রয়োজনেই তাকে ধারণ করতে হয় বিভিন্ন বেশ, নিতে হয় চ্যালেঞ্জ।

এই যেমন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদের কথাই ধরুন, নাটকের গল্পের প্রয়োজনে সাজ-পোশাক, চালচলনে হয়ে গেলেন পুরোদস্তুর নারী!

এমনকি হুট করে তাকে দেখে আপনি বুঝতেই পারবেন না তিনি আসলে নারী নন!

আসল ঘটনা হলো, নির্মাতা সাজিন আহমেদ বাবু ‘সিনথিয়া ফ্যাশন’ নামে একটি নাটক নির্মাণ করছেন। এখানেই অভিনেতা ইরফান সাজ্জাদকে এমন নারীরূপে দেখা যাবে। 

১৮ মে ইরফান একটি ভিডিও শেয়ার দেন। সেখানেই দেখা যায় নারীরূপী এই অভিনেতাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, আপুটা জোস!

এরপর খোঁজ নিয়ে জানা যায়, এক উদ্যোক্তা যুবকের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সিনথিয়া ফ্যাশন।’ সেখানেই এমন সাজে দেখা যাবে তাকে। নাটকটি নির্মিত হচ্ছে ঈদকে কেন্দ্র করে।  

এ বিষয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘ঈদের জন্য এরই মধ্যে কিছু কাজ করেছি। তার মধ্যে এই কাজটি উল্লেখযোগ্য।’

বলা প্রয়োজন, ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা ‘আলী’ এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে। খবরটি সম্প্রতি নিজেই জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তখন এই অভিনেতা বলেন, “আমার নতুন সিনেমা ‘আলী’ সম্ভবত এই ঈদে মুক্তি পাবে। এই সিনেমার কনসেপ্টটি বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি এবং কোনও নায়কও এই ধরনের চরিত্রে অভিনয় করার চেষ্টা করেননি। ‘আলী’ ছবিতে আমি একজন বোবা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি, যার কোনও সংলাপ নেই। শুধু সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই ভাব প্রকাশ করে। এটি একটি বাণিজ্যিক সিনেমা হলেও এর নির্মাণশৈলী বেশ পরীক্ষামূলক।’

উল্লেখ্য, চ্যানেল আই’র একটি টিভি প্রোগ্রামের মাধ্যমে অভিনয় জীবনের যাত্রা শুরু হয় ইরফান সাজ্জাদের। এরপর থেকে তিনি কাজ করে যাচ্ছে নিজের অধ্যবসায় দিয়ে। পেয়েছেন দর্শকপ্রিয়তা।