গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ

ফেরদৌস ওয়াহিদ, তার গান মানেই অন্যরকম একটা উন্মাদনা। সুর, রিদম, ব্যঞ্জনা, সবমিলিয়ে এই পপ সংগীতশিল্পীর গান স্বতন্ত্র। করেছেন অভিনয়ও। সম্প্রতি উপস্থাপক হিসেবেও নতুন পরিচয়ে আবির্ভূত হন তিনি। এমনকি নির্মাতা হিসেবেও কাজ করেছেন এই পপশিল্পী।  

তবে, বেশ লম্বা সময় পর তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি টিভি সিরিজ।

সিরিজটি গোয়েন্দা গল্পের, নাম ‘সিক্রেট ফাইল-আমরা গোয়েন্দা’। পরিচালনার পাশাপাশি মূল চরিত্রে অভিনয়ও করবেন তিনি। সেইসঙ্গে যুক্ত হবেন কিছু নতুন অভিনয়শিল্পী।

বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। জানা গেছে, বর্ষা মৌসুম শেষ হলেই এর দৃশ্যধারণ শুরু করবেন এই সংগীতশিল্পী।

এ বিষয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোয়েন্দা গল্পের ওপর আমার বিশেষ দুর্বলতা রয়েছে। অনেকদিন আগ থেকেই ইচ্ছা ছিল এ ধরণের গল্প নিয়ে একটি টিভি ধারাবাহিক নির্মাণের। সময়-সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে এটি নির্মাণ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রথম সিজনের ৩৫ পর্বের শুটিংয়ের জন্য এখন লোকেশন খুঁজছি। আশা করছি, দর্শক ভিন্ন আয়োজনের একটি সিরিজ উপহার পাবেন।’

বল প্রয়োজন, সম্প্রতি ‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে তিনি নাম লিখিয়েছেন উপস্থাপনায়। বর্তমানে এটি প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে।

বলা প্রয়োজন, নতুন টিভি সিরিজ ছাড়াও ‘সন্ধ্যা মায়া’ নামে একটি সিনেমা পরিচালনা করার কথা রয়েছে এই শিল্পীর। পরিচালনার পাশাপাশি এখানেও অভিনয় করবেন তিনি।