কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, অনলাইনে পোস্ট করা অডিওতে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ সমর্থিত রাজনৈতিক প্রক্রিয়ার সমালোচনা করেন জাওয়াহিরি। সিরিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টেরও প্রশংসা করেন তিনি। নুসরা ফ্রন্ট বর্তমানে সিরিয়ার ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে।
জাওয়াহিরি বলেন, ‘আমরা মুজাহিদীনদের এমন ঐক্য চাই যেন তারা রাশিয়া ও পশ্চিমা ক্রুসেডারদের কাছ থেকে সিরিয়াকে স্বাধীন করতে পারে। আমার ভাইয়েরা....ঐক্যের বিষয়টি আপনাদের জীবন-মৃত্যুরও বিষয়।’
সশস্ত্র সংগঠনগুলোর জোট জয়েশ আল ফাতাহ এর সঙ্গে কাজ করছে আল নুসরা ফ্রন্ট। এ জোটটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার রাশিয়া ও ইরান সমর্থিত মিত্রদের বিরুদ্ধে আলেপ্পোর দক্ষিণাঞ্চলে লড়াই করছে। জানুয়ারিতে, আল-নুসরা ফ্রন্ট তাদের বিরোধী সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এছাড়া আল কায়েদাও বরাবরই আইএসের মতাদর্শের বিরোধিতা করছে। অন্যদিকে আইএসও আল কায়েদার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
এমন প্রেক্ষাপটে জাওয়াহিরি আবারও আইএসের সঙ্গে আল-কায়েদার মতভিন্নতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। আইএসের সদস্যদেরকে চরমপন্থী ও দলত্যাগী হিসেবে উল্লেখ করেন তিনি।
এ বছরের জানুয়ারির পর জাওয়াহিরির এটাই প্রথম অডিও বার্তা। আল জাজিরা জানায়, প্রাথমিকভাবে অডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও জাওয়াহিরির আগের টেপ আর এবারের টেপের হলমার্ক একই। সূত্র: আল জাজিরা
/এফইউ/বিএ/