X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চাপে পড়ে অস্ত্রভাণ্ডার সীমিত করার পথে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ২২:৩৭আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২২:৩৭

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপে পড়ার পর লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের অস্ত্রভাণ্ডার আংশিক সীমিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তবে গোষ্ঠীটি পুরোপুরি নিরস্ত্রীকরণে রাজি নয় বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ একটি কৌশলগত পর্যালোচনা শুরু করেছে। এতে গোষ্ঠীর নেতৃত্ব কাঠামো, রাজনৈতিক ভূমিকা, সামাজিক কাজ এবং সর্বোপরি অস্ত্রভাণ্ডার সংক্রান্ত নীতির পর্যালোচনা চলছে। আলোচনাগুলো এখনও চূড়ান্ত হয়নি।

একজন জ্যেষ্ঠ হিজবুল্লাহ কর্মকর্তা বলেছেন, আমাদের অতিরিক্ত শক্তিই এখন দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনটি পৃথক সূত্র জানায়, হিজবুল্লাহ এখন মনে করছে ইসরায়েলকে প্রতিরোধের জন্য সংগৃহীত বিপুল অস্ত্রভাণ্ডার এখন নিজেদের জন্যই একটি বোঝা হয়ে গেছে। বিশেষ করে গত নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে গোষ্ঠীটি ব্যাপক চাপের মুখে রয়েছে।

সূত্রমতে, হিজবুল্লাহ এরই মধ্যে দক্ষিণ লেবাননের কিছু অস্ত্রভাণ্ডার লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করেছে, যা যুদ্ধবিরতির চুক্তির একটি অংশ ছিল। তবে ইসরায়েল বলছে, তারা এখনও দক্ষিণে হিজবুল্লাহ সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

গোষ্ঠীটি এবার বিবেচনা করছে যে দেশের অন্যান্য অঞ্চলে সংরক্ষিত কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাষ্ট্রের কাছে হস্তান্তর করা যেতে পারে। তবে শর্ত থাকবে, ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে এবং হামলা বন্ধ করতে হবে।

তবে হিজবুল্লাহ পুরো অস্ত্রভাণ্ডার তুলে দেবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। হালকা অস্ত্র ও ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তারা রেখে দিতে চায় ভবিষ্যতের সম্ভাব্য আগ্রাসনের প্রতিরোধ হিসেবে।

লেবাননের ঘনিষ্ঠ এক মার্কিন সূত্রের বরাতে লেবাননের দৈনিক আল আখবার জানায়, হিজবুল্লাহর অস্ত্র হস্তান্তর নিয়ে গোষ্ঠীটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ একটি পক্ষ আলোচনায় জড়িত। আলোচনায় হিজবুল্লাহকে বোঝানো হচ্ছে যে, তাদের অস্ত্র এখন গোষ্ঠীর জন্য বোঝা হয়ে উঠেছে এবং রাষ্ট্রের হাতে এসব তুলে দেওয়াই উত্তম।

চাপে পড়ে অস্ত্রভাণ্ডার সীমিত করার পথে হিজবুল্লাহ

এই প্রক্রিয়ার অংশ হিসেবে হিজবুল্লাহ আন্তর্জাতিক, মার্কিন, আরব এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক নিশ্চয়তা প্রত্যাশা করছে। মূল শর্ত হচ্ছে, ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন সীমান্তে ‘যে কোনও হুমকি মোকাবিলায়’ কার্যক্রম চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ বিষয়ে কূটনৈতিক আলোচনার বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়ও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র মতে, যুক্তরাষ্ট্রের প্রশাসন মনে করছে যে, লেবানন হিজবুল্লাহর অস্ত্র ইস্যুতে ‘অতিরিক্ত ধীরগতিতে’ এগোচ্ছে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, পরিস্থিতি লেবাননের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক প্রভাবের জটিলতার কারণে জটিল আকার নিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপআকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
সর্বশেষ খবর
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব