নাইজেরিয়ায় বোকো হারামের হাতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

নাইজেরিয়ার চিবুক শহর থেকে দুই বছর আগে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত এক স্কুলছাত্রীকে খুঁজে পাওয়া গেছে। ২০১৪ সালের এপ্রিলে একই হাইস্কুলের হোস্টেল থেকে ২৭৬ ছাত্রীকে অপহরণ করে জঙ্গিরা। এখনও তাদের মধ্যে ২১৮ জন নিখোঁজ রয়েছেন।

মানবাধিকার কর্মীরা জানান, মঙ্গলবার ক্যামেরুনের সীমান্তবর্তী সামবিসা জঙ্গলে আমিনা আলী এনকেক নামের ওই ছাত্রীকে দেখতে পায় একটি পর্যবেক্ষক দলের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে চিবুকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। আমিনাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নারী অধিকার কর্মী হাওয়া আব্দু।

অপহৃত ছাত্রীদের উদ্ধারের দাবিতে বিক্ষোভ। ফাইল ছবি।

সম্প্রতি নাইজেরিয়ার গণমাধ্যম খবর দিয়েছিল, দেশটির সেনাবাহিনী সামবিসা জঙ্গলে বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে বেশ কিছু অভিযান চালিয়েছে।

২০১৪ সালে বোকো হারাম সন্ত্রাসীরা গভীর রাতে স্কুলের হোস্টেলে ঢুকে অস্ত্রের মুখে ২৭৬ ছাত্রীকে তুলে নিয়ে যায়। ওই রাতেই বেশ কিছু ছাত্রী ট্রাক থেকে লাফিয়ে পড়ে পালিয়ে আসতে সক্ষম হন। তবে এরপর থেকে ২১৯ ছাত্রী নিখোঁজ ছিল। তাদের মধ্য থেকে এই প্রথম কোনও ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হলো। সূত্র: আল জাজিরা।

/এমপি/