আফ্রিকান মিশনের ৪৩ ইথিওপিয়ান সেনাকে হত্যার দাবি আল শাবাবের

আফ্রিকান ইউনিয়ন মিশনের সঙ্গে কর্মরত ৪৩ ইথিওপিয়ান সেনাকে হত্যার দাবি করেছে সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব। বৃহস্পতিবার সোমালিয়ার কেন্দ্রস্থলে হিরান রাজ্যের হালগান শহরে ওই হামলা হয়। ঘটনাস্থলটি সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

6011ddc4f723493b8290980ca038fc09_18

আল শাবাবের সেনা মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বলেন, ‘আমাদের যোদ্ধারা আমিসমের হালগান ঘাঁটিতে হামলা চালায়। এই হামলায় এইউয়ের ৪৩ ইথিওপিয়ান সেনার মৃত্যু হয়।’

তবে এই হামলায় আল শাবাব সদস্যদের মধ্যে কতজন প্রাণ হারিয়েছেন, সে সংখ্যা প্রকাশ করেননি তিনি। শুধু জানিয়েছেন, তাদের পক্ষ থেকেও ‘বেশ কিছু সংখ্যক’ যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে, আমিসমের এক মুখপাত্র জানিয়েছেন, ‘হামলার চেষ্টা হয়েছে। তবে এখনও ওই ঘাঁটির নিয়ন্ত্রণ আমিসমের হাতেই রয়েছে।’

আরও পড়ুন: চার ইসরায়েলি হত্যাকে ‘বীরত্বপূর্ণ হামলা’ বলছে হামাস

প্রসঙ্গত, আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়া বা আমিসম একটি আঞ্চলিক শান্তি রক্ষা মিশন যা জাতিসংঘের অনুমোদনক্রমে সোমালিয়ায় কাজ করছে।

সূত্র:আল-জাজিরা

/ইউআর/