সাধারণ মানুষের ভিড়ের সঙ্গে মিশে ফালুজা ছাড়ছে আইএস

ফালুজা পুনরুদ্ধারের জন্য গত কয়েকদিন ধরে ইরাকি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস)-এর সংঘর্ষের পর আইএস সদস্যরা সাধারণ মানুষের ভিড়ে মিশে শহর ছেড়ে যাচ্ছে বলে জানা গেছে। ইরাকি বাহিনীর সদস্যরা বেশ কয়েকজনকে আইএস সদস্য সন্দেহে আটক করেছে।

ফালুজা পুনরুদ্ধারের পথে ইরাকি বাহিনী

সোমবার (১৩ জুন) ইরাকি বাহিনী জানিয়েছে, তারা পাঁচ শতাধিক সন্দেহভাজন আইএস সদস্যকে আটক করেছে, যারা সাধারণ মানুষের মাঝে মিশে শহর ছাড়তে চাচ্ছিলেন।

ইরাকের আনবার প্রদেশের পুলিশ প্রধান হাদি রাজায়েজ বলেন, ‘আমরা ৫৪৬ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছি, তারা গত দুই সপ্তাহে ফালুজা থেকে আসা সাধারণ মানুষের মাঝে মিশে ছিলেন।’ তিনি আরও বলেন, তাদের বেশিরভাগই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছিলেন।

বেসামরিক লোকজন সরকারি বাহিনীর কাছে পৌঁছালে কিশোর এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের পৃথকভাবে পরীক্ষা করা হয়। কয়েকজনকে কয়েক ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হলেও অন্যদের আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়।

ফালুজা পুনরুদ্ধার অভিযানের কমান্ডার আবদেলওয়াহাব আল-সাদি বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে আইএস-ও পালাচ্ছে। আমরা বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

গত সপ্তাহের আগ পর্যন্ত অন্তত ৫০ হাজার মানুষ ফালুজা শহরের কেন্দ্রে আটকা পড়েছেন। রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার দূরবর্তী এই শহরটিই ইরাকে তাদের সবচেয়ে বড় ঘাঁটি।

ইরাকি বাহিনী শনিবার ফালুজার দক্ষিণ-পশ্চিমে একটি করিডোর খুলে দিয়েছে। ওই পথে হাজার হাজার সাধারণ মানুষ আইএস নিয়ন্ত্রিত শহরটি থেকে বেরিয়ে  আসছে।  

সোমবার ইরাকে জাতিসংঘের দ্বিতীয় প্রতিনিধি লিজ গ্রাঁদে বলেন, গত কয়েকদিনে ৭ হাজারেরও বেশি মানুষ ফালুজা থেকে ওই নিরাপত্তা করিডোর দিয়ে বেরিয়ে এসেছে। শিগগিরই ইরাকি বাহিনী অপর একটি নিরাপদ করিডোর খুলতে পারবে বলে জানান জাতিসংঘের ওই কর্মকর্তা।  

ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ধারণা অনুসারে, ফালুজায় এক থেকে আড়াই হাজার আইএস সদস্য থাকতে পারে।

উল্লেখ্য, গত তিন সপ্তাহ ধরে চলছে ফালুজা পুনরুদ্ধারের অভিযান। প্রথমদিকে আগ্রাসী হামলা চালানো হলেও পরে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি জানান, ফালুজায় থাকা সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর অভিযান শ্লথ করা হয়েছে। ইরাকের অন্য কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী আইএসকে শহরের প্রধান কেন্দ্রে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টার সময় প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। আইএস সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।  

সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন:

‘আইএস ছাড়া অন্যান্য জঙ্গি গোষ্ঠীর প্রতিও অনুগত ছিলেন মতিন’

সিরিয়ায় রমজানের প্রথম সপ্তাহে সহিংসতায় নিহত দুই শতাধিক

যেভাবে জঙ্গিতে পরিণত হন ওমর মতিন

/এসএ/