X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৫, ১৯:২৩আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:৩৭

ভারতের পাঠানো প্রায় ২৫টি ইসরায়েলি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে ইসলামাবাদ। সীমান্ত উত্তেজনার মধ্যে এ ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে এই আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি নিয়ে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, ‘সফট-কিল’ (প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণ) ও ‘হার্ড-কিল’ (অস্ত্রপ্রয়োগ) কৌশলের মাধ্যমে এসব ড্রোন গুলি করে নামানো হয়েছে। করাচি, লাহোরসহ একাধিক স্থানে এসব ড্রোন ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নগ্ন আগ্রাসন। পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং প্রতিনিয়ত এগুলো প্রতিহত করছে।

কী এই ‘হারপ’ ড্রোন?

হারপ ড্রোন হলো ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) কর্তৃক তৈরি একটি ‘লোইটারিং মিউনিশন’ বা ভেসে থাকা অস্ত্র ব্যবস্থা। এটি একইসঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুণাবলি বহন করে, যা শত্রুর অবস্থানে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম। ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে কিংবা অপারেটরের নিয়ন্ত্রণে পরিচালিত হতে পারে।

আইএআই-এর তথ্য অনুসারে, হারপ ড্রোন শত্রু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত লক্ষ্যে আঘাত হানতে বিশেষভাবে কার্যকর। এর ডানা ভাঁজযোগ্য এবং এটি ট্রাক, জাহাজ কিংবা বিমান থেকে উৎক্ষেপণযোগ্য।

পাকিস্তানি বিশেষজ্ঞরা যা বলছেন

পাকিস্তানের মেহরান ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ ইরফান সিদ্দিকি বলেন, ‘হারপ একটি মিলিটারি গ্রেড প্রযুক্তি। এটি শুধু নজরদারি নয়, বিস্ফোরকসহ আক্রমণ চালাতে পারে।’

তিনি বলেন, ‘সাধারণ বেসামরিক ড্রোনের ক্ষেত্রে জ্যামার ব্যবহার করে ইউএইচএফ ফ্রিকোয়েন্সি ব্লক করে তা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মিলিটারি গ্রেড ড্রোন স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয়, যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্লক করা কঠিন করে তোলে।’

তার মতে, ভারতের ব্যবহৃত ড্রোনগুলো সাধারণ কোয়াডকপ্টার নয়, বরং উন্নত প্রযুক্তিসম্পন্ন হারপ, যা বিপজ্জনক ও বিধ্বংসী।

আন্তর্জাতিক আইন কী বলে?

আন্তর্জাতিক মানবাধিকার আইনের (আইএইচএল) আওতায় বেসামরিক স্থানে হামলা করা গুরুতর অপরাধ। হারপের মতো স্বয়ংক্রিয় ক্ষমতাসম্পন্ন ড্রোনকে অনেকেই লিথাল অটোনোমাস উইপন সিস্টেম (এলএডব্লিউএস) হিসেবে বিবেচনা করেন, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

হারপ ড্রোনের ব্যবহারকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে এসব এলএডব্লিউএস নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার ঝড় উঠেছে।

ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক

গত এক দশকে ভারত ইসরায়েল থেকে প্রায় ২.৯ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যার মধ্যে রয়েছে রাডার, নজরদারি ড্রোন, আক্রমণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল-এর তথ্য অনুযায়ী, হারপ ড্রোন একাধিকবার ব্যবহার করেছে ভারত, বিশেষ করে ২০১৬ ও ২০১৯ সালের সীমান্ত সংঘাতে।

হারপ ড্রোনের অতীত ব্যবহারের রেকর্ডও রয়েছে। ২০১৬ ও ২০২০ সালে নাগোর্নো-কারাবাখ যুদ্ধে আজারবাইজান এই ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে। সিরিয়াতেও এই ড্রোন ব্যবহারের প্রমাণ মিলেছে, বিশেষ করে ২০১৮ সালে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসএ-২২ ধ্বংস করার ঘটনায়।

সূত্র: ডন

/এএ/এমওএফ/
সম্পর্কিত
চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের দুটি জঙ্গি বিমান ভূপাতিত করে পাকিস্তান: মার্কিন কর্মকর্তা
ভারত-পাকিস্তান সংঘাতে শান্তি আলোচনার উদ্যোগ কোথায়?
ভারত-পাকিস্তান সংঘাতসমস্যা সমাধানে সংলাপের ওপর গুরুত্ব, তবে সতর্ক ভারত
সর্বশেষ খবর
স্বর্ণের দাম কমলো
স্বর্ণের দাম কমলো
চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের দুটি জঙ্গি বিমান ভূপাতিত করে পাকিস্তান: মার্কিন কর্মকর্তা
চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের দুটি জঙ্গি বিমান ভূপাতিত করে পাকিস্তান: মার্কিন কর্মকর্তা
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
আসামি গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না: হাইকোর্টের আদেশ বহাল
বৈষম্যবিরোধী আন্দোলনে মামলাআসামি গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না: হাইকোর্টের আদেশ বহাল