চলছে ধারাবাহিক ধর্ষণ আর গণহত্যা

ইয়াজিদিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করছে আইএস

o-YEZIDI-facebook

ইরাক ও সিরিয়ায় ইয়াজিদিদের ওপর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের কমিশন অব ইনকোয়ারির প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়। এরআগেও আইএসকে গণহত্যায় অভিযুক্ত করেছে এই বিশ্ব সংস্থা।

ওই প্রতিবেদনে বলা হয়, ৩ হাজারেরো বেশি ইয়াজিদি নারী ও শিশুকে বন্দি করে রেখেছে আইএস। মূলত যৌনদাসী হিসেবেই ব্যবহার করা হয় এই নারী ও শিশুদের। কমিশনের চেয়ারম্যান পাউলো পিনহেইরো বলেন, ‘গণহত্যা ঘটেছে এবং এখনও ঘটছে। আইএস ইয়াজিদি নারী, শিশু ও পুরুষদের সঙ্গে ভয়াবহতম নৃশংসতা করছে।’

আরও পড়ুন: আফগান পুলিশদের হত্যা করতে ‘মধুর ফাঁদ’ পাতে তালেবানরা

জাতিসংঘের প্রতিবেদনে পাওয়া তথ্য ও সাক্ষাৎকার থেকে জানা যায়, ইসলামিক স্টেটের লক্ষ্য হচ্ছে হত্যা, যৌন শোষণ, নির্যাতন ও অমানবিক অত্যাচারের মাধ্যমে ইয়াজিদিদের পুরোপুরি নিশ্চিহ্ন করা।

প্রতিবেদনে বলা হয়, ‘নয় বছরের মেয়ে শিশু থেকে শুরু করে গর্ভবতী নারী পর্যন্ত কেউই ধর্ষণের বাইরে নেই। বেঁচে যাওয়া বেশিরভাগ মানুষই ইসলামিক স্টেটের প্রাত্যহিক ধর্ষণের কথা জানিয়েছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ইয়াজিদি জনসংখ্যা কমানোর উদ্দেশ্যে তাদের নারী ও পুরুষদের পৃথক করে রাখে আইএস। এ ছাড়াও ইয়াজিদি নারীর ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। সূত্র: আলজাজিরা

/ইউআর/বিএ/