লিবিয়ায় আগুনে পুড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।  বৃহস্পতিবার দেশটির আল-জাওয়াইয়া শহরের অদূরে মুক্রুত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিবিয়ায় বাংলাদেশ মিশনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে এ খবর নিশ্চিত করেছেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (লেবার) হিসেবে নিয়োজিত আছেন আশরাফুল ইসলাম। তিনি জানান, তারা নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার অনুমতির অপেক্ষায় রয়েছেন।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নিহতরা হলেন-পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠখালী গ্রামের মোস্তফা কামাল (৩২), পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেল্লাল ও হানিফ। মোস্তফা কামাল মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। আহত দু’জন হচ্ছেন পিরোজপুরের দুলাল এবং বরগুনার চুন্নু।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই শ্রমিকরা ইফতার তৈরির জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করা মাত্র সিলিণ্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একই ঘরে থাকা বেল্লাল হোসেন, চুন্নু মিয়া, মোস্তফা, দুলাল ও হানিফের শরীর আগুনে ঝলসে যায়।

স্থানীয় অন্য শ্রমিকরা এসে তাদের উদ্ধার করে আল-জাওয়াইয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে রোগীদের অবস্থার অবনতি হলে দ্রুত ত্রিপলী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।

/এমপি/ এমএসএম/