যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতার কারাদণ্ড

আফ্রিকার দেশ কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জন পিয়েরে বেম্বাকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতে তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধ ও যৌন সহিংসতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

আদালতের এ রায়ের সঙ্গে অবশ্য ভিন্নমত পোষণ করছেন জন বেম্বা’র আইনজীবীরা। তারা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

জন পিয়েরে বেম্বা

২০০২ থেকে ২০০৩ সালে মার্চে প্রতিবেশী মধ্য আফ্রিকান রিপাবলিকে (সিএআর) সংঘটিত অপরাধের অভিযোগে পিয়েরে বেম্বা দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ থেকে বিদ্রোহীদের বিরত রাখার ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় অভিযোগ রয়েছে।

২০০৮ সালে বেলজিয়ামে গ্রেফতার হন জন বেম্বা। এরপর থেকে টানা আট বছর ধরে তিনি কারাগারে আছেন। এর ফলে জন বেম্বাকে হয়তো আর ১০ বছর সাজা ভোগ করতে হবে।

/এমপি/