লড়াই করে পড়াশুনা চালিয়ে যাও: কিশোরীদের প্রতি মিশেল

লাইবেরিয়া সফরকালে দেশটির কিশোরীদের প্রতি লড়াই করে পড়াশুনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আর্থিক সংকটের কারণে পশ্চিম আফ্রিকার এ দেশটিতে অনেক কিশোরীকে স্কুল থেকে ঝরে পড়তে হচ্ছে।

মিশেল ওবামা ২০১৫ সালের মার্চ মাসে তার ‘লেট গার্লস লার্ন’ নামের শিক্ষা প্রকল্প চালু করেন। তখন থেকেই তিনি বাধ্য হয়ে ঝরে পড়া লাখ লাখ শিশুর লেখাপড়া চালিয়ে যেতে জোরালো সহযোগিতার প্রদানের আহবান জানিয়ে বিশ্বের নানা দেশ সফর করছেন।

মিশেল ওবামা

সক্রিয় নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত গ্লো (গার্লস লিডিং আওয়ার ওয়ার্ল্ড) নামের একটি প্রকল্পের অনেক কিশোরীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। পূর্ব উপকূলের রাজধানী কাকাতার প্রকল্পটি ইউএস পিস কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয়।

নারী নেতৃত্বের মূল্যবোধ ও শিক্ষা বিষয়ে বক্তব্য দেওয়ার সময় মিশেল ওবামা বলেন, ‘আপনাদের আলোর পথ দেখাতেই আমি এখানে এসেছি।’

কিশোরীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চাই তোমরা লড়াই করে পড়ালেখা চালিয়ে যাও।

এ সময় তার দুই মেয়ে মালিয়া (১৭) ও শাশা (১৫) মায়ের সঙ্গে ছিল। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/