ফেসবুক থেকে গুলশান হামলার ভিডিও সরিয়ে নিয়েছেন হোয়াং

সেনা কমান্ডো অভিযানরাজধানীর গুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনায় মানুষের জিম্মি দশা এবং পরবর্তীতে পরিচালিত অভিযান নিয়ে ৫টি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। হামলাস্থলের পার্শ্ববর্তী ভবন থেকে ধারণ করা ভিডিওগুলো পরে সরিয়ে নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরীয় নাগরিক ডি.কে হোয়াং তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও প্রকাশ করেছিলেন। তবে তিনি ভিডিওগুলোর ক্যাপশনে দাবি করেছিলেন, জিম্মিদের মুক্ত করতে পরিচালিত অভিযানের ভিডিও। তবে অভিযান পরিচালনাকারী যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।  

বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে দ. কোরীয় নাগরিক হোয়াং-এর সঙ্গে ভিডিও প্রকাশ এবং তা প্রত্যাহারের ব্যাপারে যোগাযোগ করা হয়। তবে তিনি কোনও জবাব দেননি। 


/বিএ/