দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এইডস সম্মেলন ২০১৬

bdceea0ef70c417caa84950940ee8574_18

দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম আন্তর্জাতিক এইডস সম্মেলন। এতে এইচআইভি ও এইডস সম্পর্কে জানাবোঝা বাড়াতে অংশ নেবেন ১৮ হাজার প্রতিনিধি।

অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা, গুরুত্বের ভিত্তিতে সংক্রমিত জনগোষ্ঠী চিহ্নিত করাসহ ২০৩০ সালের মধ্যে এইডস বিলুপ্ত করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। এতে অংশ নেবেন বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, রাজনীতিবিদ, নীতিনির্ধারক ও সামাজিক আন্দোলন কর্মীরা।

সোমবার পাঁচদিনব্যাপী এই সম্মেলনটি শুরু হতে যাচ্ছে। স্বাস্থ্য ইস্যুতে এটাই সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন।

এই সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করবেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। এবং দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা।

আরও পড়ুন: টর্নেডোর ভয়ে স্কুলের বেজমেন্টে আশ্রয় নিলেন বুশ, ক্লিনটন ও ব্লেয়ার!

সেন্টার ফর দ্য এইডস প্রোগ্রাম অব রিসার্চ ইন সাউথ আফ্রিকার প্রধান ডঃ সেলিম আব্দুল করিম বলেন, ‘এই সম্মেলনের ফলে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো এইচআইভি মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।’

এইচআইভি সম্পর্কে সর্বশেষ আবিস্কার ও গবেষণায় অগ্রগতি সম্পর্কে জানাবোঝা পরিষ্কার করা ও কোথাও কোন যোগাযোগ ও পদক্ষেপের ঘাটতি থাকলে তা-ও পূরণ হবে বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, গত জুনে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০৩০ সালের মধ্যে এইডসমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করে। জাতিসংঘ জানায়, এইডসমুক্ত বিশ্ব টেঁকসই উন্নয়ন বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের একটি অন্যতম প্রধান অঙ্গীকার।