নজরদারি প্রতিরোধক ডিভাইসের নকশা করলেন স্নোডেন


ভিডিও কনফারেন্সে স্নোডেনযুক্তরাষ্ট্রের নজরদারির গোপন নথিগুলো একের পর ফাঁস করে আলোচনায় থাকা সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এবার নজরদারি প্রতিরোধক ডিভাইসের নকশা করেছেন। স্মার্টফোন থেকে তথ্যচুরি ঠেকাতে ‘ইন্ট্রোসপেকশন ইঞ্জিন বা অন্তর্দর্শন ইঞ্জিন’ নামের একটি ডিভাইস তৈরিতে সহযোগিতা করেছেন তিনি। এ ডিভাইসটি স্মার্টফোনের খাপের (কেসিং) সঙ্গে যুক্ত থাকবে এবং ওই স্মার্টফোন থেকে তথ্য আদান-প্রদানের বিষয়টি মনিটর করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গাড্যিয়ান খবরটি নিশ্চিত করেছে।
ডিভাইসটির নকশা তৈরিতে স্নোডেনের সঙ্গে কাজ করেছেন অ্যান্ড্রু হুয়াং। ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত এমআইটি মিডিয়া ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা উপস্থাপন করেন স্নোডেন ও হুয়াং। তারা দেখিয়েছেন কীভাবে স্মার্টফোনের বিভিন্ন রেডিও ট্রান্সমিটারের সঙ্গে ডিভাইসটি যুক্ত থাকে আর কীভাবেই বা ব্যবহারকারী বুঝতে পারেন তার মোবাইল ফোনের ওয়াইফাই কিংবা ব্লুটুথ কানেকশন ব্যবহার করে তথ্য আদান-প্রদানের কাজ চলছে।রেডিওর মাধ্যমে ডাটা আদান-প্রদানের বিষয়টি শনাক্ত হলে স্মার্টফোনের মালিক যদি ফোন বন্ধ করার চেষ্টা করেন তবে ডিভাইসটির মাধ্যমে ফোনের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গবেষণা প্রকল্পের আওতায় ডিভাইসটি তৈরি করা হয়েছে। এটি একনও বাজারের মতো বিস্তৃত পরিসরে নিয়ে আসার উপযোগী হয়নি।  
বেশিরভাগ স্মার্টফোনের ক্ষেত্রেই বলা হয়, যখন এগুলো এরোপ্লেন মুডে থাকে তখন এগুলোর ওয়াইফাই, ব্লু-টুথ ও সেলুলার ট্রান্সমিশন অকার্যকর থাকে। তবে এ যুক্তির ওপর ভরসা করা যায় না বলেই মনে করেন স্নোডেন ও হুয়াং।

/এফইউ/