জাপানে একজনের ছুরিকাঘাতে নিহত ১৯, আহত ২৪

জাপান ছুরি নিয়ে এক ব্যক্তির চালানো ‘তাণ্ডবে’ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে টোকিওয়ের দক্ষিণের সাগামিরাহে প্রতিবন্ধীদের জন্য সরকারের একটি বিশেষ সুবিধা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

প্রতিবন্ধীদের বিশেষ সুবিধা কেন্দ্রে হামলাজাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘এনএইচকে’ এর বরাত দিয়ে রয়টার্স এ সংবাদ জানিয়েছে। হামলাকারীর বয়স ২০ এর কাছাকাছি বলে জানিয়েছে তারা। এর আগেও এই ব্যাক্তিকে তুসাকি ইয়ামমুরি ইন নামে টেকিওয়ের দক্ষিণের একটি আবাসিক এলাকায় ছুরি হাতে দেখা গিয়েছিলো বলে অভিযোগ ছিলো পুলিশের কাছে।

পুলিশ এই আক্রমণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। স্থানীয় সময় আড়াইটার দিকে এই হামলা শুরু হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলাকারী পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে গ্রেফতারের পর পুলিশের কাছে হামলাকারী জানিয়েছে, ‘আমি দুনিয়ার প্রতিবন্ধীদের কাছ থেকে মুক্তি পেতে চাই।’ 

জরুরি অবস্থা মোকাবিলাকারী কর্মীরা জানিয়েছেন, হামলায় আহত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী ওই যুবক এই প্রতিবন্ধীদের বিশেষ সুবিধা কেন্দ্রের সাবেক কর্মী বলেও জানিয়েছে তারা।

/এমও/