সরকারি তদন্ত প্রতিবেদন

'শিয়া নেতা জাকজাকির ৩৪৭ অনুসারীকে হত্যার দায় নাইজেরীয় সেনাবাহিনীর'

ইব্রাহিম জাকজাকির অনুসারীদের ওপর হামলা হয়নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনাতে গত বছর শিয়া ধর্মীয় নেতা ইব্রাহিম জাকজাকির ৩৪৭ জন অনুসারীকে হত্যার পর তাদের গণকবর দেওয়ার ঘটনায় দেশটির সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। সোমবার এক সরকারি তদন্ত প্রতিবেদনে শিয়া মুসলিম হত্যার ঘটনায় তাদের দায়ী করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে। এর আগে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও নাইজেরীয় সেনাবাহিনীকে দায়ী করেছিল।
গত বছরের ১২ ডিসেম্বর শিয়া মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় সেই পথ দিয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল টুকুর ইউসুফ বুরাতাইয়ের নেতৃত্বাধীন সেনাবহর যাচ্ছিল। পথে বাধা সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে শিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘাত শুরু হয়। দুইদিন ধরে চলে সেই সহিংসতা। ওই সহিংসতায় ৩৪৭ জনের প্রাণহানি হয়। পরে জিজ্ঞাসাবাদ চলার সময় আরেক শিয়া মুসলিম ও এক সেনা সদস্য মারা যান। সব মিলিয়ে ওই ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৪৯।

পরে এ নিয়ে কাদুনার রাজ্য সরকার একটি তদন্ত কমিশন গঠন করে।  আর সোমবার (১ আগস্ট) কমিশনের পক্ষ থেকে অনলাইনে ১৯৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘নাইজেরীয় সেনাবাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিল।’

হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন উল্লেখ করে কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, ‘দায়ী সেনা সদস্যদের শনাক্ত করার জন্য তাদের বিচারের মুখোমুখি করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে নাইজেরীয় সেনাবাহিনীকে দায়ী করে বলা হয়েছিল, সেনা সদস্যরা ইচ্ছে করেই ইরানপন্থী শিয়া ধর্মীয় নেতা ইব্রাহিম জাকজাকির অনুসারীদের গুলি হত্যা করেছে এবং তাদের গনকবর দিয়েছে। সেনা সদস্যরা তাদের বিরুদ্ধে থাকা সব প্রমাণও নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ করে অ্যামনেস্টি।  তবে সেনাবাহিনীর দাবি, শিয়া মুসলিমদের ওই জমায়েত থেকে সেনা প্রধানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সূত্র: আল জাজিরা

/এফইউ/