স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বিশ্ব ঐতিহ্য ধ্বংসে অভিযুক্ত সেই উগ্রপন্থী

5500

বিশ্ব ঐতিহ্য ধ্বংস করার দায়ে অভিযুক্ত আহমাদ আল-মাহদি নামের সেই উগ্রপন্থী মুসলিম আন্তর্জাতিক আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দিতে মাহাদি মুসলিমদের প্রতি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আহমাদ আল-মাহদি ২০১২ সালে সাহারা মরুভূমির তিমবুকতুতে অবস্থিত ১৬ তি সমাধি সৌধের মধ্যে ১৪টি ভেঙ্গে ফেলেন। তার উগ্রপন্থী বিশ্বাস অনুযায়ী সমাধিস্তম্ভ টোটেম ও পৌত্তলিকতার নিদর্শন এবং ইসলামের পরিপন্থী। এই সমাধি সৌধগুলো ছিলো সাহার অঞ্চলের প্রাচীন দার্শনিকদের কবর। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের  (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) তালিকায় তিমবুকতুর সমাধিক্ষেত্রও রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ঐতিহ্য ধ্বংসের এই অপরাধে তার ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে মাহাদির আইনজীবীরা জানান, তারা মাহদির শাস্তি কমিয়ে ১০ বা ১১ বছর করার আবেদন জানাবেন।

মাহদি জানান, কারাভোগের সময়টুকু তার ভেতর থেকে ধংসাত্মক শক্তির বিনাশ ঘটাতে সাহায্য করবে বলে আশা করছেন তিনি।

অভিযুক্ত আহমাদ আল-মাহদি আদালতে বিচারকদের সামনে আরও জানান, তিনি নিজ কৃতকর্মের জন্য আন্তরিকভাবে দুঃখিত ও পীড়িত। একই সঙ্গে বিশ্বের সকল মুসলিমের প্রতি সহিংস না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধ্বংস মানবতাকে কিছুই দিতে পারে না।’

উল্লেখ্য, ২০১২ সালে আফ্রিকান দেশ মালিতে আল-কায়েদার পৃষ্ঠপোষকতায় ইসলামপন্থীরা প্রবেশ করে। তারা জোরপূর্বক শরিয়া আইন আরোপ করে, মালির ঐতিহ্যবাহী সঙ্গীতভিত্তিক সংস্কৃতি নিষিদ্ধ করে, নারীদের বোরখা পরতে বাধ্য করে ও কন্যাশিশুদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

সে সময় মাহদি তাদের সঙ্গে যোগ দেন ও সামাধিস্তম্ভ ভেঙ্গে ফেলার ধ্বংসযজ্ঞে অংশ নেন।

সূত্র গার্ডিয়ান

/ইউআর/বিএ/