সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০

nonameসোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মঙ্গলবার মোগাদিসুতে দেশটির প্রেসিডেন্টের বাসভবন সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হামলায় নিহতদের মধ্যে কয়েকজন সেনাসদস্যও রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ওই এলাকায় অবস্থিত দুটি হোটেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন আল শাবাব।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন। এছাড়া বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা গেছে।

ইব্রাহিম মোহাম্মদ নামের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, এসওয়াইএল হোটেল এলাকার কাছে বিস্ফোরণ ঘটানো হয়। এটি প্রেসিডেন্সিয়াল প্যালেসের মূল চেকপয়েন্ট।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবিতে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সোমালিয়ায় সম্প্রতি আল শাবাবের কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে মনে  করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে দেশটিতে আল শাবাবের অন্য এক হামলায় নিহত হন অন্তত ১০ জন।

/এমপি/