গ্যাবনে নির্বাচন পরবর্তী সহিংসতার পর নিজেকে ‘প্রেসিডেন্ট’ দাবি করলেন পিং

জ্যঁ পিংগ্যাবনে দুই দিন ধরে চলা নির্বাচন পরবর্তী সহিংসতার পর বিরোধী দলীয় প্রার্থী জ্যঁ পিং নিজেকে দেশটির ‘প্রেসিডেন্ট’ বলে দাবি করেছেন।
বুধবার মধ্য আফ্রিকার ওই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে আলী বঙ্গোকে অল্প ব্যবধানে জয়ী ঘোষণার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে জ্যঁ পিং নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করেন। ২০০৯ সালে আলীর বাবা তৎকালীন প্রেসিডেন্ট ওমর মারা যাওয়ার পর আলী প্রেসিডেন্ট হন।
সহিংসতা চলার সময় জ্যঁ পিং দলীয় কার্যালয়ে বন্দি ছিলেন। সেখান থেকে মুক্ত হয়ে তিনি সংবাদ সম্মেলনে নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন। তিনি বলেন, ‘সারা বিশ্ব জানে, এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কে: সেটা আমি, জ্যঁ পিং।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশ সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠিত হতে পারে কেবল ব্যালটের রায়কে মেনে নিয়ে তার প্রতি সম্মান জানানোর মাধ্যমে।’  
পিং আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করারও আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, বড় রকমের বিদ্রোহ না হলে আন্তর্জাতিক সম্প্রদায় এতে হস্তক্ষেপ করবে না।  
শুক্রবার প্রেসিডেন্ট বঙ্গোর মুখপাত্র অ্যালাইন-ক্লঁদ বিলি জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। গ্যাবনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: রয়টার্স।

/এসএ/