মাদক বিক্রয়কেন্দ্র গুড়িয়ে দিলো ক্রিস্টিনিয়ার জনগণ

মাদক বিক্রয়কেন্দ্র গুড়িয়ে দিচ্ছেন ক্রিস্টিনিয়ার জনগণসন্দেহভাজন মাদক বিক্রেতাদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার পর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নিকটবর্তী শহর ক্রিস্টিনিয়ার জনগণ সেখানকার মাদক বিক্রয়কেন্দ্র গুড়িয়ে দিয়েছে।
বুধবার ২৫ বছর বয়সী এক বন্দুকধারী দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে। ওই ব্যক্তিকে মাদক বিক্রেতা বলে সন্দেহ করা হচ্ছে। আহত দুই পুলিশ সদস্যের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত ওই সন্দেহভাজন ব্যক্তি হাসপাতালে মারা যান বলে জানিয়েছে কর্মকর্তারা।
শুক্রবার সকালে ক্রিস্টিনিয়ার প্রায় এক হাজার অধিবাসী দা, শাবল, কুড়াল হাতে শহরের পুশার স্ট্রিটের ওই মাদক বিক্রয়কেন্দ্রগুলোকে গুড়িয়ে দেয়। ডেনমার্কের টেলিভিশন চ্যানেল টিভি ২-এ ওই খবর প্রকাশিত হয়।
ক্রিস্টিনিয়ার কমিউনিটি মুখপাত্র রিসেঙ্গা মানগেজি বলেছেন, ‘আমরা আজ যা করেছি, তা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা নিশ্চিত নয় যে, এর ফলে তারা সমূলে উৎখাত হবে।’
ক্রিস্টিনিয়ার জনগণ মাদকের বিষয়ে রক্ষণশীল নয়। তবে বিভিন্ন অপরাধী চক্র মাদককেন্দ্রগুলো পরিচালনা করছে, এ নিয়ে তাদের মাঝে ক্ষোভ রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/