সমাবেশের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো জিম্বাবুয়ে হাইকোর্ট

সমাবেশ করার ওপর জিম্বাবুয়ে পুলিশের দেওয়া দুই সপ্তাহের নিষেধাজ্ঞা স্থগিত করেছে দেশটির হাইকোর্ট। বুধবার আদালত এক রায়ে ওই নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ এবং ‘নাগরিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেন।

জিম্বাবুয়েতে সরকারবিরোধী বিক্ষোভ

গত কয়েক সপ্তাহে সরকারবিরোধী সমাবেশে বেশকিছু সহিংসতার ঘটনা দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) হারারে শহরে সরকারবিরোধী সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।

তবে বুধবার ওই নিষেধাজ্ঞা স্থগিত করে দেশটির হাইকোর্ট। বিচারক প্রিসকিলা চিগুম্বুরা ওই রায় প্রদান করেন।

এ সম্পর্কে সাবেক অর্থমন্ত্রী এবং আইনজীবী টেন্দাই বিটি সাংবাদিকদের বলেন, ‘আদালত ওই নিষেধাজ্ঞাকে বেআইনি বলে উল্লেখ করেছেন।’ বিটি ওই রায়কে ‘বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ’ বলে প্রশংসা করেন।

তবে ২৬ আগস্টে বিক্ষোভ চলাকালে আটক ৫৮ জনকে সমাবেশ নিষিদ্ধের ঘোষণার পরদিন ২ সেপ্টেম্বর অপর এক আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিনের আবেদন খারিজ করেছেন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। অর্থনৈতিক অচলাবস্থার জন্য বিক্ষোভকারীরা মুগাবেকেই দায়ী করছেন।

তবে চলতি সপ্তাহের শুরুর দিকে, মুগাবে ওই বিক্ষোভের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় আদালতের সমালোচনা করেছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘আমরা এমনটা হতে দিতে পারি না। যথেষ্ট হয়েছে। ওই সহিংস বিক্ষোভ অবাধে চলতে পারে না।’ এর পরই পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/