জার্মানিতে সন্দেহভাজন ৩ আইএস সদস্য আটক

dusseldorf-police

তিন সিরীয় তরুণকে সন্দেহভাজন আইএস সদস্য হিসেবে আটক করেছে জার্মান পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় ২০০ পুলিশের বাহিনী ছয়টি স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে। তবে তাদের নির্দিষ্ট কোন পরিকল্পনা ছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।   

খবরে পুলিশের আশঙ্কার বরাত দিয়ে বলা হয়েছে, ওই তিন ব্যক্তি কোনও হামলা-পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছিলেন। অথবা তারা আইএস নেতাদের কাছ থেকে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলেন।

পুলিশ জানায়, আটককৃতদের নাম মাহির আল-এইচ(১৭), ইব্রাহিম এম (১৮) এবং মোহাম্মেদ এ(১৮)। এক অভিযানের পর তাদের গ্রেফতার করা হয়। জার্মানির ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইনের কারণে তাদের নামের সঙ্গে যুক্ত পদবিগুলোর শুধুমাত্র আদ্যক্ষর প্রকাশ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

পুলিশের দাবি অনুযায়ী ওই তিনজন ভুয়া পাসপোর্ট নিয়ে তুরস্ক ও গ্রিস হয়ে জার্মানিতে এসে পৌঁছেছেন। এদের মধ্যে সবচেয়ে অল্পবয়সী মাহির রাক্কায় অস্ত্র চালনা ও বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানায় পুলিশ। কেন্দ্রীয় আইনজীবী কার্যালয়ের এক মুখপাত্র জানান, ‘এখনও পর্যন্ত তদন্ত যেটুকু এগিয়েছে তাতে কোন নির্দিষ্ট কোন অভিযান বা নির্দেশনার কথা জানা যায়নি।’

উল্লেখ্য, চ্যান্সেলর এঙ্গেলা মারকেল সীমান্ত খুলে দেওয়ার পর জার্মানিতে গত বছর থেকে এ পর্যন্ত এক মিলিয়নেরও বেশি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর অনুপ্রবেশ ঘটেছে। ইতোমধ্যে বিভিন্ন হামলার ঘটনায় তিন অভিবাসন প্রত্যাশীকে আইএস সদস্য হিসেবে শনাক্তও করা হয়েছে।

সূত্র: বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/বিএ/