ইথিওপিয়ায় পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু

ethiopiaoromia4640514

ইথিওপিয়ায় এক ধর্মীয় উৎসবের জমায়েতে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি চালালে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে।রবিবার রাজধানী আদ্দিস আবাবার অদূরে ওই ধর্মীয় উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়।

কর্মকর্তারা জানান, জমায়েত থেকে সরকার বিরোধী বিক্ষোভকারীরা পাথর ও বোতল ছুড়ে মারলে তার প্রতিক্রিয়ায় ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে আতঙ্কগ্রস্থ হয়ে কিছু মানুষ খালে পড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ইথিওপিয়ায় রাজনৈতিক সংঘাত চলছে। ওরোমিয়া ও আমহারা অঞ্চলের মানুষরা অর্থনৈতিকভাবে প্রান্তিক হয়ে যাওয়ার অভিযোগ তুলে আসছেন।

গত নভেম্বর থেকে রাজধানীর পরিধি বৃদ্ধি করে ওরোমিয়া পর্যন্ত বিস্তৃত করার আলোচনা চলছে। তাতে ওরোমো নামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষিজীবী মানুষ উচ্ছেদের শিকার হওয়ার আশঙ্কা করছেন।  

সূত্র: বিবিসি

/ইউআর/