জাতিসংঘের পরবর্তী মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেস

অ্যান্তোনিও গুতেরেসজাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস (৬৬)। জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন-এর মেয়াদ শেষ হবে। এরপরই তিনি সংস্থাটির নতুন মহাসচিব হিসেবে আন্তোনিও গুতেরেসকে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থায় ১০ বছর নেতৃত্ব দিয়েছেন আন্তোনিও গুতেরেস। বিশ্বজুড়ে চলমান মারাত্মক শরণার্থী সংকটের এ সময়ে তাই তাকেই এ পদের জন্য যথার্থ ব্যক্তি বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার তাকে ‘পরিষ্কারভাবে জনপ্রিয়’ বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন।

এর আগে নয়জন প্রার্থী জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার জন্য লড়েছিলেন। তাদের মধ্যে নিউজিল্যান্ডের হেলেন ক্লার্ক ও বুলগেরিয়ার ইরিনা বোকোভা’ও ছিলেন। কিন্তু শেষ হাসি ফুটছে আন্তোনিও গুতেরেস-এর মুখেই।

/এমপি/