নোবেল পুরস্কারের অর্থ দান করার ঘোষণা সান্তোসের

সেপ্টেম্বরে কলম্বিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়কলম্বিয়ায় ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য নিজের অর্জিত নোবেল শান্তি পুরস্কারের অর্থ দান করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। সেই সংঘাত অবসানের লক্ষ্যে গত মাসে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে একটি শান্তিচুক্তিতে উপনীত হওয়ার কারণেই গত ৭ অক্টোবর তাকে শান্তিতে নোবেলজয়ী ঘোষণা করা হয়।
রবিবার, কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের চকো এলাকার বোজায়া শহরে গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসিডেন্ট সান্তোস জানান, তিনি তার পুরস্কারের অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করবেন। কলম্বিয়ান প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করে পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ২৫ হাজার ডলার) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খরচের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে ৫২ বছরের ওই সংঘাত ২ লাখ ৬০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আর ৬০ লাখ মানুষকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে হয়েছে। চার বছর ধরে আলোচনার পর গত সেপ্টেম্বরে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে কলম্বিয়া সরকারের শান্তিচুক্তি হয়। চুক্তিটি বাস্তবায়নের জন্য কলম্বিয়ার জনগণের সমর্থন প্রয়োজন ছিল। আর সেই প্রশ্নে জনগণের রায় জানতে গণভোট আয়োজন করা হলেও তার রায় শেষ পর্যন্ত সরকারের পক্ষে যায়নি। গণভোটে শান্তিচুক্তির বিপক্ষে রায় আসলেও মূলত ওই আলোচনার কারণেই কলম্বিয়ার রক্তাক্ত সংঘাত শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে পেরেছে উল্লেখ করে সান্তোসকে নোবেলজয়ী ঘোষণা করে নোবেল কমিটি।
শান্তি চুক্তির মধ্যদিয়ে প্রায় ৫২ বছরের রক্তাক্ত সংঘাতের ইতি টানার ক্ষেত্রে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং ফার্ক বিদ্রোহী নেতা রদ্রিগো লোন্দোনিও তিমোশেঙ্কো এ দুজনেরই ভূমিকা ছিল। দুজনই চুক্তিতে স্বাক্ষর করেছেন। নোবেলজয়ীর সম্ভাব্য তালিকায় তাদের দুজনের নাম থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেন হুয়ান ম্যানুয়েল সান্তোস। কেন তাদের দুজনের মধ্যে পুরস্কার ভাগ করে দেওয়া হলো না তা জানতে চাওয়া হলে নোবেল কমিটির মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট হিসেবে শান্তি প্রক্রিয়ার রক্ষকের ভূমিকা পালন করেছেন সান্তোস। সান্তোসের ওই ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল দাবি করে নোবেল কমিটির মুখপাত্র বলেন, কলম্বিয়ায় অতীতেও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছিল। তবে সান্তোস সব উদ্যোগ পূর্ণাঙ্গভাবে নিতে পেরেছিলেন।

এদিকে গণভোটের রায় বিপক্ষে যাওয়ার পরও বিদ্রোহীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন সান্তোস। সূত্র: বিবিসি

/এফইউ/