X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। বুধবার (২১ ফেব্রুয়ারি) তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি গণহত্যার সঙ্গে তুলনার পর ব্রাজিল-ইসরায়েল কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকের পর এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, লুলা ও ব্লিঙ্কেন জি-২০ সম্মেলন থেকে শুরু করে গাজায় শান্তি প্রচেষ্টাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। তাদের বৈঠক প্রায় দুই ঘণ্টা দীর্ঘ ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ও গাজা উপত্যকায় সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠার ইচ্ছা পুনরায় তুলে ধরেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে দুজন একমত হয়েছেন। 

এর আগে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, গাজা সংঘাতসহ বৈশ্বিক নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা করতে পারেন লুলা ও ব্লিঙ্কেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদের সাংবাদিকদের সামনে লুলা মন্তব্য করেন যে, নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সময় ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি অনেক বিভক্ত এবং পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও নেভাদার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছয় থেকে সাতটি অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ফলাফল।

ব্লিঙ্কেন বলেন, খুব অল্প সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার রয়েছেন।  

এর আগে সোমবার ইসরায়েল বলেছিল, লুলা তার মন্তব্য প্রত্যাহার না করলে ইসরায়েলে তাকে স্বাগত জানানো হবে না।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, লুলার মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ওয়াশিংটন। কিন্তু লুলার সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন মন্তব্যের বিষয়টি তুলে ধরবেন কিনা তা বলতে অস্বীকৃতি জানান তিনি। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর শেষে এই মন্তব্য করেছিলেন লুলা।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বশেষ খবর
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!