X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। বুধবার (২১ ফেব্রুয়ারি) তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি গণহত্যার সঙ্গে তুলনার পর ব্রাজিল-ইসরায়েল কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকের পর এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, লুলা ও ব্লিঙ্কেন জি-২০ সম্মেলন থেকে শুরু করে গাজায় শান্তি প্রচেষ্টাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। তাদের বৈঠক প্রায় দুই ঘণ্টা দীর্ঘ ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ও গাজা উপত্যকায় সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠার ইচ্ছা পুনরায় তুলে ধরেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে দুজন একমত হয়েছেন। 

এর আগে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, গাজা সংঘাতসহ বৈশ্বিক নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা করতে পারেন লুলা ও ব্লিঙ্কেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদের সাংবাদিকদের সামনে লুলা মন্তব্য করেন যে, নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সময় ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি অনেক বিভক্ত এবং পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও নেভাদার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছয় থেকে সাতটি অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ফলাফল।

ব্লিঙ্কেন বলেন, খুব অল্প সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার রয়েছেন।  

এর আগে সোমবার ইসরায়েল বলেছিল, লুলা তার মন্তব্য প্রত্যাহার না করলে ইসরায়েলে তাকে স্বাগত জানানো হবে না।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, লুলার মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ওয়াশিংটন। কিন্তু লুলার সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন মন্তব্যের বিষয়টি তুলে ধরবেন কিনা তা বলতে অস্বীকৃতি জানান তিনি। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর শেষে এই মন্তব্য করেছিলেন লুলা।

/এএ/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল