জার্মানির কারাগারে বার্লিন হামলার সন্দেহভাজনের মৃতদেহ উদ্ধার

nonameজার্মানির লিপজিগের একটি কারাগারে দেশটিতে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থী জাবের আল-বকরের মৃতদেহ পাওয়া গেছে। সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। মৃত জাবের আল-বকর ছিলেন জার্মানির বার্লিন বিমানবন্দরে হামলার একজন সন্দেহভাজন পরিকল্পনাকারী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

জার্মানির স্যাক্সনি প্রদেশের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২২ বছরের জাবেরকে কারাগারে তার কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বার্লিন হামলার সন্দেহভাজন হিসেবে কয়েক মাস ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন জাবের। জার্মান গোয়েন্দারা গত সপ্তাহে জানতে পারেন, নতুন করে হামলার পরিকল্পনা করছে জাবের। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ২০১৬ সালে প্যারিস হামলায় ব্যবহৃত বিস্ফোরকের সঙ্গে জাবের-এর বাড়িতে পাওয়া বিস্ফোরকের মিল পাওয়া যায়।

বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের পর গ্রেফতার এড়াতে গা ঢাকা দেন জাবের। পরে গত সোমবার তিন সিরীয় শরণার্থী তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

কর্মকর্তারা জানিয়েছেন, জাবের-এর মৃত্যুর ফলে পুলিশের পক্ষে তার পরিকল্পনা এবং সহযোগীদের সম্পর্কে জোরালো তথ্য সংগ্রহের কাজটি আরও কঠিন হয়ে পড়বে।

/এমপি/