চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন সু চি

অং সান সু চিচলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই তার এ সফরের লক্ষ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার মিয়ানমারের এক সরকারি ঘোষণায় বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সু চি তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন। আগামী ১৭-১৯ অক্টোবর এ সফর অনুষ্ঠিত হবে।

গত এপ্রিলে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দায়িত্ব গ্রহণের পর ভারতে এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। আগস্টে মিয়ানমারের প্রেসিডেন্ট উ তিন কিয়াউ প্রতিবেশী এ দেশটি সফরের দুই মাসেরও কম সময়ের মধ্যে সু চি’র এ সফরে যাচ্ছেন।

এদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ সফরে সুচির সঙ্গে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা থাকবেন।

/এমপি/