ভেঙে ফেলা হবে হিটলারের জন্মস্থান

nonameঅস্ট্রিয়ায় যে বাড়িতে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল সেটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর কারণ হিসেবে বলা হচ্ছে, কর্তৃপক্ষের আশঙ্কা বাড়িটি নব্য নাৎসিদের একটি তীর্থস্থানে পরিণত হয়ে উঠতে পারে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাঙ সোবোটকা বলেছেন, সরকার বাড়িটির দখল নেবে এবং তারপর এটি ভেঙে একটি নতুন ভবন গড়ে তোলা হবে।

অস্ট্রিয়া-জার্মানি সীমান্তের কাছে ব্রাউনাউ এ্যাম ইনে অবস্থিত এই বাড়িটিতে ১৮৮৯ সালে হিটলারের জন্ম হয়।

স্থানীয়রা জানান, দুনিয়ার নানা প্রান্ত থেকে নব্য-নাৎসী বা হিটলার-ভক্তরা এখনও বাড়িটি দেখতে আসেন। কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও তাতে সফলতা পায়নি।

তিনতলা বাড়িটির বর্তমান মালিকের নাম গারলিন্ড পোমার নামের একজন নারী। তবে ১৯৭২ সাল থেকে সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে।

বাড়িটিতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে এটি খালি পড়ে আছে।

ভবনটি নিয়ে কি করা হবে- এ বিষয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। কেউ বলছেন, এখানে শরণার্থী শিবির বানানো হোক, অনেকে আবার ভবনটিকে একটি জাদুঘরে পরিণত করতে চান। তবে বাড়ির মালিক তার বাড়ি বিক্রি করতে অস্বীকার করলে বিষয়টি জটিল হয়ে ওঠে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি