তুরস্ক সীমান্তে আইএসের হাতছাড়া ১২শ বর্গকিলোমিটার এলাকা!

nonameতুরস্ক সীমান্ত সংলগ্ন সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে তুর্কি বাহিনীর চলমান অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে জঙ্গিরা। গত ৩ সেপ্টেম্বর সিরিয়ায় প্রবেশ করে তুরস্কের ট্যাংক ও সাঁজোয়া বহর। 'ইউফ্রেটিস শিল্ড' অপারেশন নামের ওই অভিযান শুরুর পর থেকেই সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পিছু হটতে থাকে আইএস। তুরস্কের সেনাসূত্রের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই অভিযান শুরুর পর এ পর্যন্ত ১২শ বর্গকিলোমিটার এলাকা আইএসের হাতছাড়া হয়েছে।

আইএসের হাত থেকে মুক্ত হওয়া ভূখণ্ড এখন সিরিয়ার তুরস্কপন্থী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত ভূখণ্ডের মধ্যে দাবিক শহরও রয়েছে। এ শহরের নামেই আইএসের অনলাইন ম্যাগাজিন দাবিকের নামকরণ করা হয়েছিল। গত রবিবার সকালে শহরটির নিয়ন্ত্রণ হারায় জঙ্গিরা।

গত ৩ সেপ্টেম্বর এ অভিযান শুরুর পরদিনই সীমান্ত থেকে আইএসের মূলোৎপাটনের ঘোষণা দেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার ভূখণ্ড ইতোপূর্বে বিচ্ছিন্নভাবে আইএস এবং কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তুরস্কের অভিযান শুরুর পর সে দৃশ্যপট পাল্টে যায়। দ্রুততম সময়ে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয় আঙ্কারা সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি।

তুরস্কের বিরুদ্ধে হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত দেশটির সেনারা সিরিয়ায় অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ।

/এমপি/