বন্দিমুক্ত হলেন আল-জাজিরার সাংবাদিক হামজা মোহাম্মদ

সোমালিয়ার নিরাপত্তাবাহিনীর হাতে আটক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক হামজা মোহাম্মদ সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে মুক্ত হয়েছেন।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মুহাম্মদের সঙ্গে হামজা মোহাম্মদ

মঙ্গলবার বিকালে ব্রিটিশ নাগরিক হামজা মোহাম্মদকে ড্রাইভার, ব্যবস্থাপক এবং ক্যামেরা ক্রুসহ দেশটির নিরাপত্তাবাহিনী আটক করে। তিনি বিশেষ প্রতিবেদনের কাজে এক সপ্তাহ ধরে সোমালিয়ায় অবস্থান করছিলেন।

বুধবার আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতি বিষয়ক সংবাদের জন্য হামজা গত কয়েক বছর ধরে নিয়মিতই সোমালিয়ায় আসা-যাওয়া করছেন।

এর আগে সোমালিয়া প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা হামজা মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/