৮৫৪০ কোটি ডলারে টাইম ওয়ার্নারের মালিকানা যাচ্ছে এটিঅ্যান্ডটির হাতে

_92056541_mediaitem92056540মার্কিন শীর্ষ মিডিয়াগোষ্ঠী টাইম ওয়ার্নারকে আট হাজার ৫৪০ কোটি ডলারে কিনে নিচ্ছে দেশটির শীর্ষ টেলিযোগাযোগ কর্পোরেশন এটিঅ্যান্ডটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এটিঅ্যান্ডটি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এটিঅ্যান্ডটি চুক্তির বিষয়টি জানিয়েছে। তবে এখনও নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পাওয়া বাকি আছে। অনুমোদন পেলে চলতি বছরেই টাইম ওয়ার্নারের মালিকানা চলে যাবে এটিঅ্যান্ডটির হাতে। এই চুক্তিটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চুক্তি।
চুক্তি অনুসারে, টাইম ওয়ার্নারের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০৭.৫০ ডলার করে দেবে এটিঅ্যান্ডটি। এই অর্থ নগদ এবং স্টক দিয়ে পরিশোধ করবে তারা। সব মিলিয়ে তাদের মোট আট হাজার ৫৪০ কোটি ডলার ব্যয় হবে। ২০১৭ সালের শেষ দিকে চুক্তির কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
এই মালিকানা হস্তান্তর চুক্তির আওতায় সংবাদমাধ্যম সিএনএন, এইচবিও টিভি নেটওয়ার্কের সঙ্গে ফিল্ম স্টুডিও ওয়ার্নার ব্রসসহ টাইম ওয়ার্নারের সকল সম্পদের মালিকানা চলে যাবে এটিঅ্যান্ডটির হাতে।
এটিঅ্যান্ডটির সিইও র‍্যান্ডাল স্টেফেনসন বলেছেন, নিয়ন্ত্রক সংস্থায় এই চুক্তির বিষয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেই তিনি মনে করছেন।

তিনি বলেন, ‘এটি এই দুই কোম্পানি একে-অপরের যথার্থ জুড়িদার। এর মধ্য দিয়ে মিডিয়া ও যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। সেই সঙ্গে ক্রেতা, নির্মাতা, ডিস্ট্রিবিউটর এবং বিজ্ঞাপনদাতাদের নতুন সুযোগ সৃষ্টি হবে।’

অনলাইন মাধ্যমের প্রসারের ফলে ইলেকট্রনিক মাধ্যমের টিকে থাকাটা হুমকির মুখে পড়েছে। এ সময়ে এমন বড় একটি চুক্তি করাকে ‘সাহসী পদক্ষেপ’ বলে মনে করা হচ্ছে।  

এর আগে টাইম ওয়ার্নার ২০১৪ সালে টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি ফক্সের ৮০ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল।  

সম্প্রতি মিডিয়ারকেনা-বেচার বিষয়গুলো ব্যাপকহারে সামনে এসেছে। ৩ হাজার কোটি ডলারে এনবিসি ইউনিভার্সালকে কিনে নেয় কেবল কোম্পানি কমকাস্ট করপোরেশন। ডিসকভারি, এএমসি, নেটফ্লিক্স ও সিবিএস-এর মতো মিডিয়াও বিক্রি হতে যাচ্ছে বলে জানা গেছে।

মিডিয়া জগতে এটিঅ্যান্ডটির অন্যতম প্রতিদ্বন্দ্বী ভেরাইজন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের মালিকানাধীন কোম্পানি এওএল-কে ইতোমধ্যে কিনে নিয়েছে। তারা ইয়াহু-কে কেনার চেষ্টা করছে বলে জানা গেছে।

টাইম ওয়ার্নারের টেলিভিশন চ্যানেল সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের ‍বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী আগে থেকেই অভিযোগ করে আসছেন, এসব মিডিয়া তার নির্বাচনি প্রচারণাকে প্রভাবিত করছে।

সিএনএন-এর মালিকানাধীন টাইম ওয়ার্নার কোম্পানিকে এটিঅ্যান্ডটি কোম্পানির কিনে নেওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় আসলে সংবাদমাধ্যম শিল্পগোষ্ঠীর আধিপত্য ভেঙে দেবেন। এই চুক্তিও বাতিল করবেন।  

ট্রাম্প অভিযোগ করেন, সংবাদমাধ্যম তার বিরুদ্ধে সাজানো খবর প্রকাশ করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। সংবাদমাধ্যমের কর্মকাণ্ডকে তিনি ‘বিপজ্জনক’ বলেও মন্তব্য করেন।  

সূত্র: বিবিসি।

/এসএ/