সোমালিয়ায় শহর দখল করেছে আল শাবাব

00160144-3d1d9fd158640746b378767228f46fc7-arc614x376-w614-us1

সোমালিয়ার রাজধানীর উত্তরপূর্বের একটি শহর দখল করেছে আল শাবাব। রবিবার সরকারি বাহিনীর কাছ থেকে ওই শহরের দখল নেয় জঙ্গিরা।

আল শাবাব একসময় সোমালিয়ার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করেছে। আফ্রিকান ইউনিয়ন ও সোমালি বাহিনী বৃহৎ শহুরে এলাকা ও বন্দরগুলো থেকে এদের হঠিয়ে দিয়েছে। কিন্তু তারা প্রায়ই ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছে।

এক সোমালি সেনা বলেন, ‘শাবাবের যোদ্ধাদের অনেকে সকাল বেলায় আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। সংক্ষিপ্ত যুদ্ধ করে আমরা কৌশলগত কারণে সরে এসেছি।’ 

আক্রান্ত শহর গুফগাদুদ রাজধানী মোগাদিসুর ২৫০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত,

আল শাবাব সেনা অভিযান মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব জানিয়েছেন, তারা ওই শহর সম্পূর্ণভাবে অধিকার করে নিয়েছেন। তিনি আরও জানান, সংঘাতে ৭ সোমালি সেনা নিহত হয়েছেন।

তবে কর্মকর্তাদের দেওয়া সংখ্যা এর সঙ্গে মেলেনি।

এদিকে, রেডিওমুকদিসু ডট নেট নামের একটি রেডিও স্টেশনের ওয়েবসাইট জানিয়েছে, পৃথক ঘটনায় সোমালি নিরাপত্তা বাহিনী ২০১৫ সালে অপহৃত এক কেনিয়ান নারীকে উদ্ধার করেছে। তবে ওই নারীর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। 

সূত্র : রয়টার্স

/ইউআর/