৬৮ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপার মুন

সুপার মুন৬৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় চাঁদ বা সুপারমুন দেখতে যাচ্ছে বিশ্ববাসী। সর্বশেষ ১৯৪৮ সালে এ ধরনের সুপার মুনের দেখা মিলেছিল। ২০৩৪ সালের আগে আবার এ ধরনের সুপারমুনের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। ১৪ নভেম্বর পৃথিবী থেকে বিরল সেই সুপার মুন দেখা যাওয়ার কথা।
নাসার ভাষায়, নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পূর্ণ চাঁদ যখন পৃথিবীর খুব কাছে চলে আসে তখন তা পৃথিবী থেকে খুব বড় ও উজ্জ্বল দেখায়, তখনই তাকে বলে ‘সুপার মুন’। ১৪ নভেম্বরের সুপার মুনের মতো এমন ‘সুপার মুন’ শেষ দেখা গিয়েছিল ১৯৪৮ সালে। ১৯৪৮ সালের পর এত বড় আর উজ্জ্বল চাঁদ আর দেখা যায়নি আকাশে। পূর্ণিমার চাঁদ যতটা বড় দেখায় তার চেয়েও ১৪ শতাংশ বেশি বড় দেখাবে একে। সেইসঙ্গে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটিকে। পৃথিবী আর চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।
আজ সেটি প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।



এই বিরল সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ। আর্থ স্কাই.ওআরজি-এর তথ্য অনুযায়ী, ইউটিসি সময় ১৪ নভেম্বর ১:৫২ মিনিটে এ সুপার মুনের দেখা পাওয়া যাবে।
তবে উত্তর আমেরিকার পূর্ব উপকূল এবং ইউরোপের মানুষ আগামী দুই একদিন যেকোনও সময় তা দেখতে পাবেন। সূত্র: সিএনএন

/এফইউ/