যুক্তরাষ্ট্র গ্রিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আর্থিক সংকটে পড়া গ্রিসের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র, ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ চলবে।

বারাক ওবামা ও প্রোকোপিস পাভলোপোলাস

মঙ্গলবার গ্রিস সফরে যাওয়া ওবামা দেশটির প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলোপোলাসকে বলেন, ‘গত কয়েক বছরে গ্রিস বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমার প্রশাসন গ্রিসের সরকার ও দেশটির জনগণের সঙ্গে কাজ করার জন্য যতটুকু সম্ভব সহযোগিতার নীতি গ্রহণ করেছে। কঠোর সময় পার করে গ্রিক জনগণ যেন তাদের প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে পারে, সেজন্য আমরা চেষ্টা করেছি।’

ওবামা আরও বলেন, ‘আর্থিক সংকট কাটাতে গ্রিস যে অগ্রগতি অর্জন করেছে, তা দেখে আমরা আনন্দিত। তবে সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। আর তাতে আমরা গ্রিক জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো।’     

উল্লেখ্য, গতবছর নির্ধারিত সময়ে আইএমএফ-এর ১৬০ কোটি ইউরো ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণখেলাপি রাষ্ট্রের তালিকাভুক্ত হয় গ্রিস। ইউরোপের এই দেশটি হলো উন্নত বিশ্বের রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়া প্রথম কোনও রাষ্ট্র, যা আইএমএফ-এর ঋণ পরিশোধে ব্যর্থ হয়।

সূত্র: রয়টার্স।

/এসএ/