দায়িত্ব গ্রহণের আগেই প্রটোকল ভাঙলেন ট্রাম্প

noname৮ নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে দায়িত্ব গ্রহণের আগেই মঙ্গলবার রাতে প্রটোকল ভেঙে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এ ধনকুবের রাজনীতিক। নিয়ম অনুযায়ী প্রেস উইংকে অবহিত না করেই রীতিমতো গাড়িবহর নিয়ে রাতের খাবার খেতে যান নবনির্বাচিত প্রেসিডেন্ট। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে তাদের ক্লাবের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের প্রেস উইংকে জানানো হয়েছিল সন্ধ্যায় তিনি কোথাও যাবেন না। কিন্তু এর এক ঘণ্টা ১৫ মিনিট পর তিনি নিজ বাসভবন থেকে গাড়িবহর নিয়ে ম্যানহাটনের ‘টোয়েন্টি ওয়ান ক্লাবে’ রাতের খাবার খেতে যান। ওই বহরে ডজনখানেক গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স ছিল। প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের সঙ্গে বিয়ের পর ১৯৭৭ সালে এ রেস্টুরেন্টটিতেই ট্রাম্পের প্রথম বিয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছিল।

/এমপি/