মোজাম্বিকে ট্রাক বিস্ফোরণে আরও প্রাণহানির শঙ্কা

Mozambique fuel truckমোজাম্বিকে জ্বালানিভর্তি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ট্রাকটি বন্দরনগরী বিরা থেকে জ্বালানি নিয়ে মালাবিতে যাচ্ছিল।

মোজাম্বিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, মালাবি সীমান্তবর্তী মোজাম্বিকের তেত প্রদেশে কাফিরিদজং গ্রামে লোকজন ওই জ্বালানি ট্রাক থেকে পেট্রোল নিচ্ছিলেন। এ সময় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয় লোকজন নল দিয়ে সেখান থেকে তেল সংগ্রহের চেষ্টা করেন।

এ ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়ে তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মোনাসেস জানান, স্থানীয় লোকজনের হামলার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করতে দেশটির মন্ত্রীদের শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মোজাম্বিক বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম। এ দেশের অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে জীবনযাপন করেন। ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মোজাম্বিক। ১৯৯২ সালে দেশটিতে ১৬ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। তবে ওই গৃহযুদ্ধের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

/এমপি/