জাপানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পজাপানের পূর্ব ও উত্তর–পূর্বাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

এর দুইদিন আগে মঙ্গলবার ভোরে জাপানে কয়েক দফায় ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বড় কম্পনটি অনুভূত হয় উত্তরপূর্ব উপকূলের ফুকুশিমা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৯। পরে জাপানভিত্তিক সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস-এর খবরে বলা হয়, আদতে এটি ছিল ২০১১ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের আফটার শক।

২০১১ সালের ১১ মার্চ রিখটার স্কেলে ৯ মাত্রার ওই ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। এতে নিহত হন ১৫ হাজার ৮৯৪ জন। আরও ২ হাজার ৫৬১ জনের কোনও খোঁজ মেলেনি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি চুল্লি। তেজস্ক্রিয়ায় ভারি হয়ে ওঠে বাতাস, উদ্বাস্তু হন লাখো মানুষ। ক্ষতি সামলে সুনামি সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সমর্থ হয় দেশটি।

মঙ্গলবারের ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। এতে বলা হয়, উপকূলীয় এলাকায় ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। সুনামির তাণ্ডব থেকে লোকজনকে রক্ষা করতে মিনামি সোনা শহরের ৬৮ হাজার বাসিন্দার সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরে অবশ্য সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের সর্বশেষ ভূমিকম্পে নতুন করে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

/এমপি/