১৫০ বিক্ষোভকারীকে হত্যা করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী



Nigeriaনাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী ২০১৫ সালের আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি বিয়াফ্রাপন্থী বিক্ষোভকারীকে হত্যা করেছে। এক প্রতিবেদনে নিহতের এ সংখ্যা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, সরকার স্বাধীনতাকামী বিয়াফ্রা বিক্ষোভকারীদের দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করছে।

নাইজেরিয়া পুলিশ অবশ্য তাদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, বিয়াফ্রাপন্থী বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়নি।

এদিকে দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার সামরিক বাহিনীর সুনাম কলঙ্কিত করার চেষ্টা করছে।

শতাধিক ছবি এবং ৮৭টি ভিডিও’র পাশাপাশি প্রায় ২০০ ব্যক্তির সাক্ষাতকারের ভিত্তিতে অ্যামনেস্টির এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে যেসব অভিযোগের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ রয়েছে।

/এমপি/