ভয়াবহ বিপাকে জ্যাকব জুমা, এবার তিন মন্ত্রীও বললেন পদত্যাগ করতে





nonameদক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির তিনজন মন্ত্রী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকার খবরে এই তথ্য জানানো হয়েছে। তিন মন্ত্রীর এই আহ্বানের মধ্য দিয়ে ২০০৯ সালে ক্ষমতা নেওয়া জুমা তাঁর নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে মনে করা হচ্ছে।


ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা নিউজ ২৪ এ সংক্রান্ত খবর প্রকাশ করে। তারা জানায়, দক্সিণ আফ্রিকার পর্যটনমন্ত্রী ডেরেক হ্যানেকম, স্বাস্থ্যমন্ত্রী আরন মতসলেদি এবং পাবলিক ওয়ার্কস মিনিস্টার থুলাস এনএক্সেসি প্রেসিডেন্ট জুমাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
এএনসির সাপ্তাহিক সভায় জুমাকে নিয়ে দলের ভেতরকার দ্বন্দ্বের আভাস মেলে। জুমার ক্ষমতায় থাকা নিয়ে উত্তপ্ত বিতর্কের পরিপ্রেক্ষিতে ওই সভা চলমান থাকে সোমবার পর্যন্ত। দেশটির ডেইলি ম্যাভেরিকের ওয়েবসাইটে প্রকাশিত এক লেখায় বিশ্লেষক রানজেনি মুনুস্যামি সোমবার বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে জুমা তাঁর রাজনৈতিক জীবনের জন্য লড়াই করছেন। এএনসি ও জোটের একটি বড় অংশ তাঁকে প্রেসিডেন্ট হিসেবে চান না।‘ তিনি জানান, জুমার বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
প্রেসিডেন্ট জুমার নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই বাড়ছে। চলতি মাসে একটি দুর্নীতির তদন্ত করতে গিয়েতার বিরুদ্ধে আবারও অনিয়মের অভিযোগ প্রকাশিত হয়। এতে নতুন করে চাপে পড়েন জ্যাকব জুমা।
উল্লেখ্য, অবৈধভাবে রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য অভিযুক্ত দেশটির ব্যবসায়ী পরিবার গুপ্তাসের সঙ্গে জুমার সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জুমার সম্পৃক্ততা রয়েছে কিনা—তা তদন্ত করে দেশটির শীর্ষস্থানীয় পর্যবেক্ষক সংস্থা। তবে আইনপ্রণেতারাসহ এএনসির বিভিন্ন পর্যায়ের নেতাদের সমর্থন ধরে রাখতে সক্ষম হন ৭৪ বছর বয়সী জুমা। গত ১০ নভেম্বর পার্লামেন্টে আস্থা ভোটে উতরেও যান তিনি। তবে তার নেতৃত্বের সমালোচনা ক্রমেই বাড়ছে। এএনসির কর্মী,সুশীল সমাজ এবং ব্যবসায়ী নেতারা সাম্প্রতিক মাসগুলোতে জুমাকে পদত্যাগের আহ্বান জানান।
/বিএ/