পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী

মাত্তিও রেনজিক্ষমতায় আসার মাত্র আড়াই বছরের মাথায় পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারে গতকাল রবিবার অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, গণভোটে ‘না’ জয়ী হলে তিনি পদত্যাগ করবেন।

রবিবারের গণভোটে 'না’ ভোট পড়েছে ৫৯ দশমিক ৫ শতাংশ। ফল ঘোষণার পর স্থানীয় সময় রাতে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাত্তিও রেনজি বলেন, তিনি গণভোটের ফল মেনে নিয়েছেন। সংস্কার পরিকল্পনার বিরোধী পক্ষগুলোকে এখন অবশ্যই স্বচ্ছ পরিকল্পনা তৈরি করতে হবে।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো।

ইতালির মন্ত্রিসভায় পদত্যাগের ঘোষণার পর প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন মাত্তিও রেনজি।

ডিসেম্বর মাসের শেষদিকে ইতালিতে বাজেট পাশ করা হয়। ধারণা করা হচ্ছে, দেশটির প্রেসিডেন্ট বাজেট পাস হওয়া পর্যন্ত মাত্তিও রেনজিকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ করবেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/