দুর্নীতির মামলায় ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান গ্রেফতার

শশীন্দ্র পাল ত্যাগিভারতের সাবেক বিমান বাহিনী প্রধান শশীন্দ্র পাল ত্যাগিকে (এসপি ত্যাগি) গ্রেফতার করা হয়েছে। ভিভিআইপি হেলিকপ্টার ক্রয় দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার দিল্লি থেকে তাকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত অধিদফতর (সিবিআই)। ‌এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০১০ সালের ফেব্রুয়ারিতে ১২টি হেলিকপ্টার কিনতে ইতালীয় কোম্পানি অগুস্তাওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করে ভারত সরকার। ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের জন্য এসব বিমান ক্রয়ের চুক্তি করা হয়। কিন্তু অগুস্তাওয়েস্টল্যান্ডের জন্য ৩ হাজার ৭০০ কোটি রুপির ওই প্রকল্পের কাজ বাগিয়ে নিতে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের ঘুষ দেওয়ায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ত্যাগির বিরুদ্ধে। এ অভিযোগে ত্যাগিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে মামলাতেই শুক্রবার তাকেসহ তিনজনকে গ্রেফতার করে সিবিআই।

আলোচিত এই দুর্নীতির ঘটনায় ২০১৩ সালে কয়েক দফায় ত্যাগিকে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের গোড়ার দিকেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/