নাইজেরিয়ার গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত

nonameনাইজেরিয়ায় একটি জনাকীর্ণ গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং কতৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধসের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শনিবার নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের আকওয়া ইবম রাজ্যের ইউয়ো-তে  রেইনারস বাইবেল চার্চ ইন্টারন্যাশনাল নামের গির্জার ছাদ ধসে ধর্মপ্রাণ খ্রিস্টানদের শরীরে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়।
গার্ডিয়ান জানিয়েছে, ছাদ ধসে পড়ার সময়ও ওই চার্চের নির্মাণকাজ চলমান ছিল। শনিবারের এক অনুষ্ঠানকে কেন্দ্র করে চার্চটির নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছিল নির্মাণকর্মীদের। আকওয়া ইবম রাজ্যের গভর্নরের একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দালানের ছাদ ধসের ঘটনা তদন্তের আশ্বাস দেন।
ছাদ ধসের সময় রাজ্যের গভর্নরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত  ছিলেন। গার্ডিয়ান জানিয়েছে, এ পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করা হলেও এই মৃতের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে পারে। গার্ডিয়ান জানিয়েছে, ক্রেন দিয়ে ময়লা পরিস্কার করা হচ্ছে। সেখান থেকে আরও মরদেহ বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


নাইজেরিয়ায় দালান ধস একটি ধারাবাহিক ‘দুর্ঘটনা’। বস্তুত সেখানকার ঠিকাদাররা অর্থ আত্মসাতের জন্য সস্তা ও অগ্রহণযোগ্য নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করে থাকেন, যা দুর্ঘটনার কারণ হয়। ২০১৪ সালে অপর এক চার্চের ধসে ১১৬ জন নিহত হয়েছিলেন।

/বিএ/