৯১ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান নিখোঁজ

noname৯১ আরোহী নিয়ে একটি রুশ সামরিক বিমান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি (রাশিয়ান টেলিভিশন) খবরটি নিশ্চিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ টিইউ-১৫৪ বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন সামরিক সংগীত দল আলেক্সান্দ্রভ এনসেম্বল-এর সদস্য। ওই সংগীত দলের ৯০ জন সদস্য দু’টি রুশ সামরিক বিমানে করে সিরিয়ার লাতাকিয়ায় যাওয়ার কথা ছিল। 
সামরিক বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে এ বিষয়ে তল্লাশি অভিযান তদারকি করছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল আপডেট জানানো হচ্ছে।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, কারিগরি ত্রুটি অথবা পাইলটের ভুলের কারণে বিমানটি দুর্ঘটনার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোচিতে আবহাওয়া বিমান উড্ডয়নের উপযোগী এবং সেখান থেকে কোনও বেসামরিক ফ্লাইট বাতিল হয়নি।  

আরটির খবরে বলা হয়েছে, রাশিয়ার সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া সামরিক ঘাঁটির পথে উড্ডয়ন করেছিল টিইউ-১৬৪ বিমানটি। উড্ডয়নের কিছু সময়ের মধ্যে কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাবার সময়  বিমানটি রাডার বিচ্ছিন্ন হয়। বিমানে থাকা ৯১ আরোহীর মধ্যে ৮৩ জন যাত্রী। বাকী ৮ জন বিমান কর্মী। 

একইভাবে সূত্রের বরাত দিয়ে আরেক রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, সোচির ক্রাসনোদার ক্রাই থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন বিমানটি কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল।
সামরিক সূত্রের বরাত দিয়ে আরটি জানিয়েছে, বিমানটিতে নয়জন সাংবাদিক, সামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সংগীতদল আলেক্সান্দ্রভ এনসেম্বল-এর সদস্যরা ছিলেন। নতুন বছর উদযাপনে সংগীত দলটির লাতাকিয়ার বিমান ঘাঁটিতে একটি কনসার্ট করার কথা ছিল। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ টিইউ-১৫৪ বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন সামরিক সংগীত দল আলেক্সান্দ্রভ এনসেম্বল-এর সদস্য। ওই সংগীত দলের ৯০ জন সদস্য দু’টি রুশ সামরিক বিমানে করে সিরিয়ার লাতাকিয়ায় যাওয়ার কথা ছিল।

নিখোঁজ হওয়া বিমানটি সামরিক বিমান ছিল বলে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে নিশ্চিত করেছে ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি (রোজাভিয়েশন)।
/এসএ/বিএ/