দাম পড়ে যাওয়ায় তেল উৎপাদন কমিয়েছে সৌদি আরব

সৌদিআরবের একটি তেলকূপ

বিশ্ববাজারে দাম পড়ে যাওয়ায় তেল উৎপাদন কমিয়েছে সৌদি আরব। গত দুই বছরের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার দেশটির জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেন, ‘বিশ্বব্যাপী তেলের মূল্য কমে যাওয়ায় আমরা উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে সৌদি আরব প্রতিদিন ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে। ওপেকভুক্ত দেশ ও ওপেকবর্হিভূত দেশগুলোর মধ্যে তেল উৎপাদান কমানোর বিষয়ে স্বাক্ষতির চুক্তি অনুযায়ী আমরা তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে বর্তমানে যে মূল্যে তেল বেচাকেনা হচ্ছে একই মূল্যে তেল বেচাকেনা হয়েছিল ২০১৫ সালে। তখন রিয়াদ তেল উৎপাদন বাড়িয়েছিল। আর সে সময় থেকেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে।’

আবুধাবিতে অনুষ্ঠিত আটলান্টিক কাউন্সিল গ্লোবাল এনার্জি ফোরামে বক্তব্য দেওয়ার সময় ফালিহ বলেন, ‘বর্তমানে সৌদি আরব প্রতিদিন ১০ মিলিয়ন ব্যারেলের কম তেল উৎপাদন করছে না। তবে আগামী ফেব্রুয়ারি মাসে উৎপাদন আরও কমানোর পরিকল্পনা করা হচ্ছে। কারণ আগামী তিন বছর তেলের দাম কম থাকবে।’

তিনি আরও বলেন, ‘কিছু সময়ের জন্য আমরা তেলের বাজার সমন্বয় করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’

জানা গেছে, সৌদি আরবের জ্বালানিমন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে দেশটি প্রতিদিন কমপক্ষে প্রায় পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাতে পারে।  

/এসএনএইচ/টিএন/