বেলফেস্টে নারী-পুরুষ গুলিবিদ্ধ

ওয়েস্ট বেলফাস্টের এ ঘরেই গুলিবিদ্ধ হন দু’জন

নেদারল্যান্ডসের পশ্চিম বেলফেস্টে পঞ্চাশোর্ধ্ব দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে এক নারী ও আরেক পুরুষ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দেশটির নরগলেন প্যারেসের পাশের একটি বাসায় এ গুলি ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছ।

জানা গেছে, উভয়কেই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

প্যাট শিহান নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসি রেডিওকে জানান, ‘ ঘরের ভেতরে ঢুকে তাদের ওপরে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে তাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরও এখনও এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।’

তবে এ ঘটনা নতুন নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘গত ছয় থেকে নয় মাসের মধ্যে ওই এলাকায় আরও কয়েক ব্যক্তি একই ভাবে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।’

ওয়েস্ট বেলফেস্টের এমএলএ অ্যালেক্স অ্যাটউড এধরনের বন্দুক হামলাকে ‘অ্যাক্ট অব টাইরানি’ নামে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনার মাধ্যম বোঝা যাচ্ছে এসব দুর্বৃত্তদের কাছে কেউ নিরাপদ নয়। যারা সব সময় অস্ত্র সঙ্গে রাখে।’

দেশটির অ্যালায়েন্স পার্টির আইন বিষয়ক মুখপাত্র ট্রেভর লুন বলেন, ‘আমরা আবারও এ ঘটনার মাধ্যমে বেলফেস্টের রাস্তায় বন্দুক দেখলাম।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আক্রমণের ঘটনা বারবার মেনে নেওয়া যায় না। এর পেছনে যেই বা যারা থাকুক না কেন তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।’

/এসএনএইচ/টিএন/