ইতালিতে তুষারধস; বহু হতাহতের আশঙ্কা

nonameইউরোপের দেশ ইতালিতে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর উপদ্রুত এলাকার একটি হোটেলে তুষারধসে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। একজন উদ্ধারকারী কর্মকর্তা জানিয়েছেন, আবরুজো এলাকার হোটেল রিগোপিয়ানো’তে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।

বুধবার রাতভর গ্র্যান সাসো দ্য ইতিালিয়া পর্বতের কাছে অবস্থিত ওই হোটেলটিতে পৌঁছানোর চেষ্টা করেন উদ্ধারকর্মীরা।

পর্বত এলাকার একটি উদ্ধারকারী টিমের প্রধান অ্যান্টোনিও ক্রোসেটা। তিনি বলেছেন, ‘অনেক মানুষ মারা গেছেন।’

ধসের সময়ে হোটেলটিতে ৩০ জনের বেশি মানুষ ছিলেন। ওই ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি জরুরি বিভাগের নজরে আনেন। তবে তুষারঝড়ের ফলে লন্ডভন্ড রাস্তায় ঘটনাস্থলে যাওয়া কঠিন হয়ে পড়ে।

ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, বুধবার ইতালির জন্য একটি ‘কঠিন দিন’ ছিল।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হোটেলটিতে পৌঁছাতে সক্ষম হয় উদ্ধারকারীদের প্রথম দলটি।

গত কয়েকদিনের তুষারপাতে ইতালির মধ্যাঞ্চল তিন ফুট তুষারে ঢাকা পড়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, বুধবার বরফধসের সময় হোটেলটির ভেতরে আটকা পড়েন অন্তত ২০ পর্যটক ও হোটেলের সাত কর্মী।

উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট ওই এলাকায় আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পে নিহত হন ২৯৮ জন। সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ।

/এমপি/