ট্রাম্পের নির্বাহী আদেশে টিপিপি ছাড়ল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের নির্বাহী আদেশে টিপিপি ছাড়ল যুক্তরাষ্ট্রপ্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়েই চুক্তিটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

২০১৫ সালে সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে স্বাক্ষরিত টিপিপি চুক্তিতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড কানাডা ও মেক্সিকোসহ ১২টি দেশ ছিল। যারা বৈশ্বিক অর্থনীতির ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে।

সোমবার মার্কিন বাণিজ্যনীতি পুনর্নির্ধারণে ট্রাম্পের নেওয়া বেশ কয়েকটি নির্বাহী আদেশের একটি হলো টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার। এ সময় ট্রাম্প বলেন, ‘এই চুক্তি বাতিল করাটা মার্কিন শ্রমিকদের জন্য এক মহান সিদ্ধান্ত।’

পেসিডেন্ট হওয়ার আগে এই বাণিজ্যচুক্তির কড়া সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, ‘এটি আমাদের দেশের পণ্য উৎপাদন খাতের জন্য ধ্বংস বয়ে আনবে।’

এই চুক্তির লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও শক্তিশালী করা এবং পারস্পরিক শুল্ক কমানো। এছাড়া এর মধ্যে শ্রম ও পরিবেশগত মান নির্ধারণ, কপিরাইট-পেটেন্ট ও আইনি সুরক্ষা নিশ্চিতের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

ওবামা টিপিপি চুক্তিতে স্বাক্ষর করলেও তা মার্কিন কংগ্রেসের অনুমোদন পায়নি। ফলে ট্রাম্পের নির্বাহী আদেশের বিপরীতে কংগ্রেসে তার অনুমোদন দরকার হবে না।

যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করা কোম্পানিগুলোর প্রতি হুঁশিয়ারি জানিয়ে সোমবার ট্রাম্প বলেন, ‘যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি করবে, তাদের জন্য বিশাল শুল্কছাড় দেওয়া হবে। আর তার বিপরীত কিছু করলে কোম্পানিগুলো কাঁধে চাপানো হবে বিশাল শুল্কের বোঝা।’

সূত্র: বিবিসি।

/এসএ/