সিআইএ পরিচালক হিসেবে পম্পেওর নিয়োগ চূড়ান্ত করলো সিনেট

মাইক পম্পেওমার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র নতুন পরিচালক হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী মাইক পম্পেও’র নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। সোমবার (২৩ জানুয়ারি) সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে পম্পেওকে সিআইএ পরিচালক নিয়োজিত করার পক্ষে রায় আসে। এর কিছুক্ষণ পরই পম্পেওকে শপথবাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

মাইক পম্পেওকে সিআইএ পরিচালক নিয়োগ দেওয়া হলে তিনি নজরদারি বাড়াতে পারেন এবং বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশলের ব্যবহার করতে পারেন এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিরোধীরা।

সোমবার, সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে পম্পেওর পক্ষে ভোট দেন ৬৬ জন সিনেটর। আর বিপক্ষে ভোট দেন ৩২ জন। যারা বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই ডেমোক্র্যাট বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও পম্পেওকে সিআইএ পরিচালক নিয়োগের বিপক্ষে ভোট দিয়েছেন। তিনি নজরদারি ব্যবস্থায় কঠোরতা আরোপের পক্ষপাতী।  

সাবেক সেনা কর্মকর্তা মাইক পম্পেও ওয়েস্ট পয়েন্ট ও হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করেছেন। তিনি রিপাবলিকান দলের হয়ে দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভের একজন সদস্য। সিআইএ-এর জিজ্ঞাসাবাদের যেসব পদ্ধতি বিশ্বজুড়ে সমালোচিত সেগুলোর পক্ষে অবস্থান থাকায় বিতর্কিত তিনি। ২০০৯ সালে ওয়াটারবের্ডিং পদ্ধতিকে বাতিল করতে নির্বাহী আদেশ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

অনেক সিনেটর মনে করেন, আর্মি ফিল্ড ম্যানুয়েলের মধ্যে যেসব জিজ্ঞাসাবাদ কৌশল রয়েছে একমাত্র সেগুলোই ব্যবহারের অনুমোদন দেওয়ার অঙ্গীকার করেননি পম্পেও। বরং তিনি ওয়াটারবোর্ডিংসহ বিতর্কিত কিছু জিজ্ঞাসাবাদ পদ্ধতি ফিরিয়ে আনতে চান। এসব কৌশলগুলো নাইন ইলেভেনের হামলা পরবর্তী কয়েকটি বছর সিআইএ ব্যবহার করেছিল। অবশ্য,সিনেট গোয়েন্দা কমিটির কিছু লিখিত প্রশ্নের জবাবে পম্পেও জানিয়েছেন, নীতিমালার ক্ষেত্রে কোনও পরিবর্তন আনার আগে তিনি বিশেষজ্ঞদের মতামত নেবেন।

/এফইউ/